Ajker Patrika

বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১০: ৫৬
বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। ছবি: প্রেস উইং
বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। ছবি: প্রেস উইং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শুক্রবার সকাল ৯টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রেস উইং জানায়, বৈঠক শেষে একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। সেখানে প্রধান উপদেষ্টা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উখিয়ায় জাতিসংঘ মহাসচিব এবং প্রায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

জাতিসংঘ মহাসচিবকে কক্সবাজারে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম।

বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। ছবি: প্রেস উইং
বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। ছবি: প্রেস উইং

জাতিসংঘ মহাসচিব বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত