নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ টুকরো টুকরো করে হত্যাকারীরা কোথায় ফেলেছেন সেগুলো খোঁজার জন্য মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। ভারতে গ্রেপ্তার হওয়া সিয়ামের দেওয়া তথ্য মতে কাজ করছে সেখানকার পুলিশ। তাঁর দেওয়া তথ্যের মাধ্যমে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশের টুকরোগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিবি কর্মকর্তারা।
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের কাছে আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতা থেকে আগত তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল। আমাদের তদন্ত সংশ্লিষ্ট তথ্যও আমরা শেয়ার করেছি। তাঁরা চেষ্টা করছেন, আশা করছি খুব শিগগিরই তারা হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে আনারের মরদেহ উদ্ধারে সক্ষম হবেন।’
তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে বাংলাদেশের জড়িত তিনজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। আমাদের কাছে গ্রেপ্তারেরা যে তথ্য দিয়েছেন সে বিষয়ে ভারতীয় পুলিশেরা যখন তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা সেগুলো স্বীকার করেছে।’
লাশ উদ্ধারের ব্যাপারে ডিবি প্রধান বলেন, সেই দেশে যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মাধ্যমে ভুক্তভোগীর মরদেহের অংশগুলো তাঁরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শিগগিরই উদ্ধার হবে।
এই হত্যাকাণ্ডে ভারতের কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে এর উত্তর এড়িয়ে যান হারুন অর রশীদ।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ টুকরো টুকরো করে হত্যাকারীরা কোথায় ফেলেছেন সেগুলো খোঁজার জন্য মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। ভারতে গ্রেপ্তার হওয়া সিয়ামের দেওয়া তথ্য মতে কাজ করছে সেখানকার পুলিশ। তাঁর দেওয়া তথ্যের মাধ্যমে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশের টুকরোগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিবি কর্মকর্তারা।
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের কাছে আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতা থেকে আগত তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল। আমাদের তদন্ত সংশ্লিষ্ট তথ্যও আমরা শেয়ার করেছি। তাঁরা চেষ্টা করছেন, আশা করছি খুব শিগগিরই তারা হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে আনারের মরদেহ উদ্ধারে সক্ষম হবেন।’
তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে বাংলাদেশের জড়িত তিনজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। আমাদের কাছে গ্রেপ্তারেরা যে তথ্য দিয়েছেন সে বিষয়ে ভারতীয় পুলিশেরা যখন তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা সেগুলো স্বীকার করেছে।’
লাশ উদ্ধারের ব্যাপারে ডিবি প্রধান বলেন, সেই দেশে যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মাধ্যমে ভুক্তভোগীর মরদেহের অংশগুলো তাঁরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শিগগিরই উদ্ধার হবে।
এই হত্যাকাণ্ডে ভারতের কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে এর উত্তর এড়িয়ে যান হারুন অর রশীদ।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। যাতে দলটির ২৪ নেতা–কর্মী নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন।
৫ মিনিট আগেজাতীয় ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব কেবলমাত্র শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের...
২ ঘণ্টা আগেবুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন; শুধু এই অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু কোনো বিবেকসম্পন্ন ব্যক্তির, এমন নির্মম নির্যাতন ও অমানবিকভাবে কাউকে হত্যা করার যুক্তি হতে...
৯ ঘণ্টা আগেকলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা-পুলিশ। শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোন— মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
১২ ঘণ্টা আগে