Ajker Patrika

আনোয়ারুলের টুকরো মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে: ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৪, ২২: ৪৯
Thumbnail image

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ টুকরো টুকরো করে হত্যাকারীরা কোথায় ফেলেছেন সেগুলো খোঁজার জন্য মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। ভারতে গ্রেপ্তার হওয়া সিয়ামের দেওয়া তথ্য মতে কাজ করছে সেখানকার পুলিশ। তাঁর দেওয়া তথ্যের মাধ্যমে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশের টুকরোগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিবি কর্মকর্তারা। 

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের কাছে আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতা থেকে আগত তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল। আমাদের তদন্ত সংশ্লিষ্ট তথ্যও আমরা শেয়ার করেছি। তাঁরা চেষ্টা করছেন, আশা করছি খুব শিগগিরই তারা হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে আনারের মরদেহ উদ্ধারে সক্ষম হবেন।’ 

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে বাংলাদেশের জড়িত তিনজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। আমাদের কাছে গ্রেপ্তারেরা যে তথ্য দিয়েছেন সে বিষয়ে ভারতীয় পুলিশেরা যখন তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা সেগুলো স্বীকার করেছে।’  

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম হত্যার তদন্ত করতে কলকাতা পুলিশের একটি দল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আসেন। ছবি: মেহেদী হাসানলাশ উদ্ধারের ব্যাপারে ডিবি প্রধান বলেন, সেই দেশে যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মাধ্যমে ভুক্তভোগীর মরদেহের অংশগুলো তাঁরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শিগগিরই উদ্ধার হবে।

এই হত্যাকাণ্ডে ভারতের কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে এর উত্তর এড়িয়ে যান হারুন অর রশীদ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত