Ajker Patrika

সারা দেশে বজ্রপাতে ১০ জনের প্রাণহানি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১০: ২৫
সারা দেশে বজ্রপাতে ১০ জনের প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার বজ্রপাতে রাজশাহী বিভাগেই মৃত্যু হয়েছে ছয়জনের। এর মধ্যে পাবনায় মৃত্যু হয়েছে কলেজশিক্ষার্থীসহ তিনজনের। এ ছাড়া সিরাজগঞ্জে দুজন, বগুড়ায় একজন, যশোরে একজন, পিরোজপুরে একজন, বরগুনায় একজন ও শেরপুরে একজনের মৃত্যু হয়েছে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী:

পাবনায় কলেজশিক্ষার্থীসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু
পাবনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হক (১৮), সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) এবং একই উপজেলার রাণীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামের মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)।

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছির শেখের ছেলে আব্দুল মালেক (৭০) এবং একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলাইমান শেখ (৪০)। বিকেল ৪টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, বিকেলে বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে জমিতে ধান কাটছিলেন দুই কৃষক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে দুই কৃষক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম লোকমান আলী (৬০)। বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, লোকমান আলী মাঠে ঘাস কাটতে যান। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

যশোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
যশোরের চৌগাছায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম বছির উদ্দিন (৫০)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেঘরী গ্রামে মাঠে এ ঘটনা ঘটে। 

বছির উদ্দিনের চাচাতো ভাই কামাল হোসেন বলেন, দুপুরের খাবার খেয়ে তিনি মাঠে যান। সেখানে ধান কাটা ও গোছানোর কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। তিনি বাড়ির দিকে আসার পথে বজ্রপাতে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।   

পিরোজপুরে বজ্রপাতে নারীর মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হোসনে আরা বেগম (৪০)। বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

শেরপুরে ব্রজপাতে কৃষকের মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে ব্রজপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মিজু মিয়া (৩২)। তিনি কাকিলাকুড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বিকেলে উপজেলার কাকিলাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।    

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম খলিলুর রহমান (৫৫)। দুপুর ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ধান খেতে গরু আনতে যান খলিল। ধানখেত থেকে গরু নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত