Ajker Patrika

২ হাজার যৌনকর্মী পাচ্ছেন ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয় ২ হাজার ৯৪ জন যৌনকর্মীকে ১০ হাজার টাকা করে মোট ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা দিচ্ছে। নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষের মাধ্যমে যৌনকর্মীদের ব্যাংক হিসাবে এই টাকা দেওয়া হচ্ছে। যৌনকর্মীদের মানবাধিকার রক্ষার দাবিতে গড়ে ওঠা মোর্চা ‘সংহতি’ আজ বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নারীপক্ষের সদস্য ও সংহতির সভাপ্রধান মাহবুবা মাহমুদ লীনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ২২ আগস্ট ‘সংহতি’র প্রতিনিধিসহ যৌনকর্মীদের একটি দল সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে উপদেষ্টা সরকারি তহবিল থেকে ২ হাজার ৯৪ জন যৌনকর্মীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। এরপর চলতি বছর ১ জুন উপদেষ্টা সংহতির সভাপ্রধান ও নারীপক্ষের প্রতিনিধির হাতে ২ হাজার ৯৪ জন যৌনকর্মীর নামে চেক হস্তান্তর করেন। এরপর যৌনকর্মীদের নিজ নিজ নামে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ জুলাই সংহতির সচিবালয় নারীপক্ষের কার্যালয় থেকে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সদস্যদের উপস্থিতিতে যৌনকর্মীদের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলমান রয়েছে এবং ব্যাংক হিসাব খোলার ভিত্তিতে ধাপে ধাপে বিতরণপ্রক্রিয়া চলবে।

গত বছর সরকার পতনের পর সারা দেশে কয়েক শ যৌনকর্মী হামলা ও নির্যাতনের শিকার হয় বলে জানায় সংহতি। সে সময় যৌনকর্মীদের অধিকার রক্ষায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা চায় সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত