Ajker Patrika

রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল ইসকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ছবি: ফেসবুক
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ছবি: ফেসবুক

শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

গতকাল শুক্রবার ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ইসকন বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সকল সরকারি বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে এই উৎসবে সহযোগিতা ও সমর্থন দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের সবার সম্মিলিত অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইসকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত