ঢাবি প্রতিনিধি
কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। আপনি মত দিতে পারেন, ফতোয়া দিতে পারেন, কিন্তু কারও ওপর মত–ফতোয়া বাস্তবায়ন করার অধিকার আপনার নেই। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের কাছে পরিষ্কার।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সারা দেশে মাজারে হামলার প্রতিবাদে’ এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ভাববৈঠকী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকেরা বক্তব্য দেন।
সমাবেশে ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশে যারা মাজার ভাঙাকে ইসলামের কাজ বলে মনে করে, তারা যদি ভাবে তাদের আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইসলামকে বাপের সম্পত্তি মনে করার জন্য। এক মহিলা এ দেশকে বাপের সম্পত্তি মনে করেছিল বলে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। আর কেউ যদি মনে করে, ইসলাম তাদের বাপের সম্পত্তি, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, ইসলাম তাদের বাপের সম্পত্তি না। ইসলাম প্রত্যেক জনগণের, সকলের। আমাদের রাসুল, আমরা বলি রহমাতুল্লিল আলামিন, তিনি শুধু মানুষের জন্য শান্তি হয়ে হাজির হন নাই, তিনি পশুপাখি কীটপতঙ্গ সকল জীবের জন্য শান্তি হয়ে হাজির হয়েছেন।’
মাজার ভাঙার পক্ষের লোকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ফরহাদ মজহার আরও বলেন, ‘আমাদের বেশি আপনারা মুসলমানিত্বের বড়াই কইরেন না। আপনাদের পেছনের ল্যাঞ্জা আমরা দেখে ফেলেছি। আপনারা দিল্লির দালাল। দিল্লির দালাল হয়ে মাজার ভাঙতেছেন, এসবের উত্তর আপনাদের দেওয়া হবে। এ সরকারকে আমরা সমর্থন করি, আমরা চাই না এ সরকার দুর্বল হোক। আমরা বারবার এসব বলা সত্ত্বেও এ সরকার আমাদের কথা কানে তুলছে না।’
মাজারগুলোতে মাদক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড হয় এমন যুক্তি প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আমরা অনৈতিক কাজ সমর্থন করি না। অনৈতিক কাজ কি শুধু মাজারে হয়! পুরো রাষ্ট্র, এ দেশের ধনিক শ্রেণি-এলিট শ্রেণি তাদের হোটেলে, তাদের বাসভবনে অনৈতিক কাজ করে যাচ্ছে। আপনারা তাদের সম্পর্কে কিছু বলেন না। কারণ আপনাদের কোন হেডাম নেই। আপনারা খবরদারি করছেন গরিবের ওপরে, অতি গরিবের ওপর, যাদের কাছে রাসুলুল্লাহ ছাড়া কেউ নেই। তারা শুধু রাসুলুল্লাহর জিকির ছাড়া আর কিছুই করছে না। যদি ইসলামের ইতিহাস না জানেন, তাহলে দয়া করে পড়ুন।’
কবর বাঁধাই ও উঁচু করার বিরুদ্ধে ফতোয়া দেওয়া আলেমদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কবর সমান করে দেওয়ার কথা বলেন। শুধু কি পীর বুজুর্গদের কবর উঁচু! টুঙ্গিপাড়া যান, সেখানে শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙেন, জিয়াউর রহমানের মাজার ভাঙেন। কিন্তু আপনারা পারবেন না। আপনাদের সে ক্ষমতা নেই।’
যেসব মাজার ভাঙা হয়েছে, সেসব মাজার পুনঃস্থাপন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান ফরহাদ মজহার। অন্যথায় সব দায়ভার সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। আপনি মত দিতে পারেন, ফতোয়া দিতে পারেন, কিন্তু কারও ওপর মত–ফতোয়া বাস্তবায়ন করার অধিকার আপনার নেই। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের কাছে পরিষ্কার।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সারা দেশে মাজারে হামলার প্রতিবাদে’ এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ভাববৈঠকী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকেরা বক্তব্য দেন।
সমাবেশে ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশে যারা মাজার ভাঙাকে ইসলামের কাজ বলে মনে করে, তারা যদি ভাবে তাদের আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইসলামকে বাপের সম্পত্তি মনে করার জন্য। এক মহিলা এ দেশকে বাপের সম্পত্তি মনে করেছিল বলে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। আর কেউ যদি মনে করে, ইসলাম তাদের বাপের সম্পত্তি, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, ইসলাম তাদের বাপের সম্পত্তি না। ইসলাম প্রত্যেক জনগণের, সকলের। আমাদের রাসুল, আমরা বলি রহমাতুল্লিল আলামিন, তিনি শুধু মানুষের জন্য শান্তি হয়ে হাজির হন নাই, তিনি পশুপাখি কীটপতঙ্গ সকল জীবের জন্য শান্তি হয়ে হাজির হয়েছেন।’
মাজার ভাঙার পক্ষের লোকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ফরহাদ মজহার আরও বলেন, ‘আমাদের বেশি আপনারা মুসলমানিত্বের বড়াই কইরেন না। আপনাদের পেছনের ল্যাঞ্জা আমরা দেখে ফেলেছি। আপনারা দিল্লির দালাল। দিল্লির দালাল হয়ে মাজার ভাঙতেছেন, এসবের উত্তর আপনাদের দেওয়া হবে। এ সরকারকে আমরা সমর্থন করি, আমরা চাই না এ সরকার দুর্বল হোক। আমরা বারবার এসব বলা সত্ত্বেও এ সরকার আমাদের কথা কানে তুলছে না।’
মাজারগুলোতে মাদক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড হয় এমন যুক্তি প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আমরা অনৈতিক কাজ সমর্থন করি না। অনৈতিক কাজ কি শুধু মাজারে হয়! পুরো রাষ্ট্র, এ দেশের ধনিক শ্রেণি-এলিট শ্রেণি তাদের হোটেলে, তাদের বাসভবনে অনৈতিক কাজ করে যাচ্ছে। আপনারা তাদের সম্পর্কে কিছু বলেন না। কারণ আপনাদের কোন হেডাম নেই। আপনারা খবরদারি করছেন গরিবের ওপরে, অতি গরিবের ওপর, যাদের কাছে রাসুলুল্লাহ ছাড়া কেউ নেই। তারা শুধু রাসুলুল্লাহর জিকির ছাড়া আর কিছুই করছে না। যদি ইসলামের ইতিহাস না জানেন, তাহলে দয়া করে পড়ুন।’
কবর বাঁধাই ও উঁচু করার বিরুদ্ধে ফতোয়া দেওয়া আলেমদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কবর সমান করে দেওয়ার কথা বলেন। শুধু কি পীর বুজুর্গদের কবর উঁচু! টুঙ্গিপাড়া যান, সেখানে শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙেন, জিয়াউর রহমানের মাজার ভাঙেন। কিন্তু আপনারা পারবেন না। আপনাদের সে ক্ষমতা নেই।’
যেসব মাজার ভাঙা হয়েছে, সেসব মাজার পুনঃস্থাপন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান ফরহাদ মজহার। অন্যথায় সব দায়ভার সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে মশার উৎপাত। কয়েক মাস ধরে এমন উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে দিনের বেলায় কোনো রকমে টিকতে পারলেও সন্ধ্যা হওয়ার পরপর ঘরে-বাইরে মশার যন্ত্রণায় দাঁড়ানোই দায় হয়ে পড়ে। এ অবস্থায় আসন্ন গরমের মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদেরা।
৫ ঘণ্টা আগেশুধু রাত নয়, দিনদুপুরেও মহাসড়কে বাসে ডাকাতি হয়েছে। রাতে সড়ক-মহাসড়কে বাসসহ যানবাহনে একের পর এক ডাকাতিতে তৈরি হওয়া আতঙ্কে নতুন মাত্রা যুক্ত করেছে গত রোববার ঢাকা-আরিচা মহাসড়কে বেলা দুইটায় সাভারের রেডিও কলোনি এলাকার এই ডাকাতি। রাতের মতো দিনেও যেন অরক্ষিত মহাসড়ক।
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
৯ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন, যেখানে কোনো বেওয়ারিশ লাশ থাকবে না। তিনি বলেছেন, ‘এমন এক সমাজ চাই, যেখানে বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের লক্ষ্যও সেটি।’
১০ ঘণ্টা আগে