Ajker Patrika

আগস্টে দৈনিক গড়ে ৯৮ ডেঙ্গু রোগী শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগস্টে দৈনিক গড়ে ৯৮ ডেঙ্গু রোগী শনাক্ত 

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছেই না। গত কয়েক দিন ধরে ডেঙ্গু রোগী শনাক্তে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৩১ জন নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩১ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১০৯ জন এবং বাইরে ২২ জন। গত বৃহস্পতিবার দেশে একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮৬ জন রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮৫ জন এবং বাইরে ১০১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৫৬ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৩ দিনে মারা গেছেন ৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ৭১১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হন ৪ হাজার ৩৯৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৯০৫ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৯১৭ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৮০৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত