নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে।
সেনাবাহিনীর ১৬ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন—অনারারি লেফটেন্যান্ট (ড্রাইভার) মো. আনিছুর রহমান, আর্মর্ড; অনারারি লেফটেন্যান্ট (ডিএমটি) মো. আবুল কাশেম ভুইয়া, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (ওসিইউ) মো. খায়রুল আমিন (বাতেন), ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওইপি) মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ড্রাফটসম্যান) মো. আব্দুল করিম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. আবদুল মালেক, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. ওয়াহিদুজ্জামান ফকির, ই-বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. রফিকুল ইসলাম আখন্দ, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. ইসমাইল ভূঞা, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ ফারুখ হোসেন হাওলাদার, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. এমদাদ হোসেন খাঁন, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. হুমায়ুন কবির খান, বীর; অনারারি লেফটেন্যান্ট (এসএমটি) মো. সাজ্জাদ হোসেন, অর্ডন্যান্স; অনারারি লেফটেন্যান্ট (টিএসএ) মো. হাচিবুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ডিডব্লিউ) মো. মিজানুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ওটিএ) মো. আবুল কালাম আজাদ, এএমসি।
সেনাবাহিনীর ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন—মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) এসএম তারিকুল ইসলাম, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. রেজাউল করিম, এসইউপি, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) আল আমিন কোরাইশী, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. হাবিবুর রহমান, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (কার্পেন্টার) মো. রিয়াজুল হক, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেরিন ড্রাইভার) মো. রফিকুল ইসলাম; ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেরিন ড্রাইভার) মো. হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মোহাম্মদ শামসুল আবেদীন, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মো. আবদুল কাদের, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) আবদুল হালিম মৈশান, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. শাহজাহান আলী, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মহসিন কবীর, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. কামাল উদ্দিন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) ফারুক হোসেন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) বুলবুল চৌধুরী, এসইউপি, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ সোহরাব হোসেন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ আলম, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. ফকর উদ্দীন রাজী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আকতার উজ্জামান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জয়নাল আবেদীন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জসিম উদ্দিন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আবু বক্কর ছিদ্দিক, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুর রউফ, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. হামিদুর রহমান, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. শফিকুল ইসলাম, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এটি) মো. জিল্লুর রহমান, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আমানত আলী, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহিক্যাল) মো. আব্দুল মজিদ, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএআরসিটি) মো. কবির ভূঞা, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার, শামসুদ্দিন আহমদ, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহা. আল আজাদ, এএমসি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে।
সেনাবাহিনীর ১৬ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন—অনারারি লেফটেন্যান্ট (ড্রাইভার) মো. আনিছুর রহমান, আর্মর্ড; অনারারি লেফটেন্যান্ট (ডিএমটি) মো. আবুল কাশেম ভুইয়া, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (ওসিইউ) মো. খায়রুল আমিন (বাতেন), ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওইপি) মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ড্রাফটসম্যান) মো. আব্দুল করিম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. আবদুল মালেক, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. ওয়াহিদুজ্জামান ফকির, ই-বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. রফিকুল ইসলাম আখন্দ, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. ইসমাইল ভূঞা, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ ফারুখ হোসেন হাওলাদার, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. এমদাদ হোসেন খাঁন, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. হুমায়ুন কবির খান, বীর; অনারারি লেফটেন্যান্ট (এসএমটি) মো. সাজ্জাদ হোসেন, অর্ডন্যান্স; অনারারি লেফটেন্যান্ট (টিএসএ) মো. হাচিবুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ডিডব্লিউ) মো. মিজানুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ওটিএ) মো. আবুল কালাম আজাদ, এএমসি।
সেনাবাহিনীর ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন—মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) এসএম তারিকুল ইসলাম, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. রেজাউল করিম, এসইউপি, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) আল আমিন কোরাইশী, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. হাবিবুর রহমান, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (কার্পেন্টার) মো. রিয়াজুল হক, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেরিন ড্রাইভার) মো. রফিকুল ইসলাম; ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেরিন ড্রাইভার) মো. হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মোহাম্মদ শামসুল আবেদীন, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মো. আবদুল কাদের, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) আবদুল হালিম মৈশান, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. শাহজাহান আলী, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মহসিন কবীর, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. কামাল উদ্দিন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) ফারুক হোসেন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) বুলবুল চৌধুরী, এসইউপি, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ সোহরাব হোসেন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ আলম, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. ফকর উদ্দীন রাজী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আকতার উজ্জামান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জয়নাল আবেদীন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জসিম উদ্দিন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আবু বক্কর ছিদ্দিক, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুর রউফ, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. হামিদুর রহমান, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. শফিকুল ইসলাম, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এটি) মো. জিল্লুর রহমান, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আমানত আলী, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহিক্যাল) মো. আব্দুল মজিদ, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএআরসিটি) মো. কবির ভূঞা, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার, শামসুদ্দিন আহমদ, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহা. আল আজাদ, এএমসি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। একই সময়ে আরও কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে।
৩ ঘণ্টা আগেচিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযো
৫ ঘণ্টা আগেনির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলের) এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধির সমন্বয়ে একটি বাছাই কমিটি করা হবে। ওই কমিটি একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করবে এবং রাষ্ট্রপতি তাঁকেই প্রধান উপদেষ্টা
৬ ঘণ্টা আগেবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা মহানগরের আওতাধীন চারটি জোনের নিম্ন আয়ের বসতি এলাকায় নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
৭ ঘণ্টা আগে