Ajker Patrika

একটি বিল পাসের মধ্য দিয়ে শেষ হলো সংসদের দ্বিতীয় অধিবেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটি বিল পাসের মধ্য দিয়ে শেষ হলো সংসদের দ্বিতীয় অধিবেশন

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে চারটি বিল উত্থাপিত হয়েছে। একটি বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি টানেন। 

এর আগে বঙ্গবন্ধুর ৩০ এপ্রিল ১৯৭২ সালে মে দিবসের ভাষণ শোনানো হয়। 

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন ৬ কার্যদিবস চলে। গত ২ মে (বৃহস্পতিবার) এ অধিবেশন শুরু হয়। 

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ৩৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে তিনি ১৫ টির উত্তর দিয়েছেন। 

অন্যান্য মন্ত্রীদের জবাবদানের জন্য প্রশ্ন জমা পড়েছিল ৯০২টি। এর মধ্যে জবাব পাওয়া গেছে ৩৬৪ টির। 

 ৭১ বিধির আওতায় মোট নোটিশ জমা পড়ে ২৪২টি। এর মধ্যে গ্রহণ হয় ৬টি। আলোচনা হয় ৪ টির ওপর। 

এ ছাড়া দুই মিনিট করে ৬৪ বারের বেশি সময় সংসদ সদস্যদের আলোচনার সুযোগ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত