Ajker Patrika

বেইলি রোডে অগ্নিকাণ্ডে নরেন্দ্র মোদির শোক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৯: ৪০
Thumbnail image

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে তিনি এ শোক প্রকাশ করেন।

আজ শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। 

ভারতীয় হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল পাঠানো এক চিঠিতে মোদি ঢাকার গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। 

মোদি বলেন, এই দুঃখের সময় ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একই সঙ্গে তাঁর (মোদি) চিন্তাভাবনা ও প্রার্থনা প্রধানমন্ত্রী হাসিনা এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে থাকবে। 

গত বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) আগুনে এ পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত