Ajker Patrika

রাজধানীতে রিকশাচালকের মৃত্যু: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮: ৪৪
রাজধানীতে রিকশাচালকের মৃত্যু: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান মনির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে নিহতের বোন নিলুফার ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক মনিরুজ্জামান মনির মারা যান। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযোগে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানের উদ্দেশ্যে বেআইনিভাবে ছাত্র–জনতার মিছিলে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও ইন্ধনে নিরীহ মিছিলকারীদের ওপর গুলি চালানো হয়। ওই গুলিতে মারা যান রিকশাচালক মনিরুজ্জামান মনির।

মামলার বাদী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আরজি তে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা নিয়ে ২২২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর মানবতাবিরোধী অভিযোগ দাখিল করা হয়েছে ১৬টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত