Ajker Patrika

নির্বাচনে এখনো বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯: ৫৩
নির্বাচনে এখনো বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই: ইসি সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া বৈঠকটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। বৈঠকের পর সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ গণমাধ্যমে কথা বলেননি। প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারও এ বিষয়ে কথা বলেননি। 

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে আমাদের বিশেষ মিটিং হয়েছে। সব বাহিনী মাঠপর্যায়ে তাদের পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করে দিয়েছে। সশস্ত্র বাহিনী মাঠে নেমে গেছে। এটা একটা ফলোআপ মিটিং ছিল যে কোন বাহিনীর কত জন, কোথায়, কীভাবে কাজ করছেন। সেই পরিকল্পনা তাঁরা নিজ নিজ জায়গা থেকে কমিশনকে অবহিত করেছেন। 

ইসি সচিব বলেন, প্রত্যেকেই বলেছেন, এ পর্যন্ত মাঠের পরিস্থিতি ও আইনশৃঙ্খলাসংক্রান্ত অবস্থা তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা করছেন না। তবে যেহেতু একটি রাজনৈতিক দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে, এ জন্য প্রত্যেকেই নিজ নিজ গোয়েন্দা নেটওয়ার্ক আরও সক্রিয় রাখবে, যাতে কোনো ধরনের ঘটনা ঘটার আগেই তা নিষ্ক্রিয় করা সম্ভব হয়। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা প্রত্যাশা করি না, এই নির্বাচনে কোনো সহিংস ঘটনা ঘটবে। যদি ঘটে, তখন সমন্বিতভাবে সবাই সেটা প্রতিহত করবে।’ 

সহিংস ঘটনা ঘটলে সশস্ত্র বাহিনী সেখানে মুভ করবে কা না এবং সেটা প্রতিহত করার কোনো ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য। সুতরাং যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, বেসামরিক প্রশাসন যেখানে মনে করবে, সেখানে তারা মোকাবিলা করবে। 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের আইজিপি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, র‍্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন এবং কোস্ট গার্ডের ডিজি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত