অনলাইন ডেস্ক
উদীচীর তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে হট্টগোল তৈরি হয়েছে। উদীচীর সভাপতি বদিউর রহমান নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জামশেদ আনোয়ার তপন আর অমিত রঞ্জন দেকে ঘিরে দুই দলে বিভক্ত হয়েছে এই পুরোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি।
আজ রোববার বিকেল ৩টায় একাংশের সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
গতকাল শনিবার রাতে দু-পক্ষই আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে নিজেদের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে। শিশু একাডেমিতে সম্মেলনের সমাপনী পর্বে কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। এক পক্ষ বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে পরের মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব দিতে চাইলেও আরেক পক্ষ সাধারণ সম্পাদক পদে চান জামশেদ আনোয়ার তপনকে। এটি নিয়েই তৈরি হয় হট্টগোল।
সবশেষ উদীচীর অফিশিয়াল ফেসবুক পেজে কমিটির প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কংকন নাগের স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক বদিউর রহমান সভাপতি এবং অমিত রঞ্জন দে সাধারণ সম্পাদক। এই কমিটিই আগে ছিল। তাদের বহাল রেখে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
অন্যদিকে সবশেষ কমিটির সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানের স্বাক্ষর করা আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সেখানে বলা হয়েছে, অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সবশেষ কমিটিতে জামসেদ আনোয়ার ছিলেন সহসভাপতি। উদীচীর বেশ কিছু কর্মী সেটি ফেসবুকে শেয়ারও দিয়েছেন।
এ প্রসঙ্গে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানকে ফোন করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ।
উদীচীর ফেসবুক পেজে কংকন নাগের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ‘অধিবেশনের সভাপতি হাবিবুল আলম পুরোপুরি অগণতান্ত্রিক ও উদীচীর গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জোর করে নতুন কমিটি নির্বাচিত বলে ঘোষণা দেন। তাৎক্ষণিকভাবে কাউন্সিলরদের অধিকাংশ এ ঘোষণার বিপক্ষে অবস্থান নেন। কিন্তু বেশির ভাগ প্রতিনিধির মতামতকে উপেক্ষা করে হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা এবং শপথ গ্রহণের চেষ্টা করা হয়।’
এতে আরও বলা হয়, ‘তবে যে শপথবাক্য তারা পাঠ করার চেষ্টা করেন সেটিও উদীচীর ঘোষণাপত্র বা গঠনতন্ত্রে নেই। একপর্যায়ে তারা মিছিল নিয়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। এ অবস্থায় উদীচীর বেশির ভাগ জেলা ও শাখা সংসদের প্রতিনিধিরা হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনের নেতৃত্বে ফ্যাসিস্ট আচরণের তীব্র নিন্দা জানান এবং তাদের প্রত্যাখ্যান করেন।’
জামসেদ আনোয়ার তপন বলেন, ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে এর নেতৃত্ব নির্বাচিত হয়। সম্মেলনে আগত প্রতিনিধিদেরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদেও কমিটি গঠিত হয়। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে চলমান রাজনৈতিক-সাংস্কৃতিক অস্থিরতার কালে উদীচীর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে সর্বব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার লক্ষ্যে উদীচীর সংস্কৃতি কর্মীরা নিজেদেরও যুক্ত করবে। এই হলো এ সম্মেলনের শপথ।’
এ ঘটনা নিয়ে রোববার বিকেল ৩টায় জামসেদ আনোয়ার তপনদের অংশ সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে।
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনো শত ষড়যন্ত্রে’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার শুরু হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩ তম জাতীয় সম্মেলন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনের এ সম্মেলন উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর ও প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী।
শনিবার সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনের কার্যক্রমে সাংগঠনিক পর্ব শেষে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠন প্রক্রিয়া শুরু হয়।
উদীচীর তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে হট্টগোল তৈরি হয়েছে। উদীচীর সভাপতি বদিউর রহমান নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জামশেদ আনোয়ার তপন আর অমিত রঞ্জন দেকে ঘিরে দুই দলে বিভক্ত হয়েছে এই পুরোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি।
আজ রোববার বিকেল ৩টায় একাংশের সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
গতকাল শনিবার রাতে দু-পক্ষই আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে নিজেদের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে। শিশু একাডেমিতে সম্মেলনের সমাপনী পর্বে কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। এক পক্ষ বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে পরের মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব দিতে চাইলেও আরেক পক্ষ সাধারণ সম্পাদক পদে চান জামশেদ আনোয়ার তপনকে। এটি নিয়েই তৈরি হয় হট্টগোল।
সবশেষ উদীচীর অফিশিয়াল ফেসবুক পেজে কমিটির প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কংকন নাগের স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক বদিউর রহমান সভাপতি এবং অমিত রঞ্জন দে সাধারণ সম্পাদক। এই কমিটিই আগে ছিল। তাদের বহাল রেখে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
অন্যদিকে সবশেষ কমিটির সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানের স্বাক্ষর করা আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সেখানে বলা হয়েছে, অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সবশেষ কমিটিতে জামসেদ আনোয়ার ছিলেন সহসভাপতি। উদীচীর বেশ কিছু কর্মী সেটি ফেসবুকে শেয়ারও দিয়েছেন।
এ প্রসঙ্গে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানকে ফোন করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ।
উদীচীর ফেসবুক পেজে কংকন নাগের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ‘অধিবেশনের সভাপতি হাবিবুল আলম পুরোপুরি অগণতান্ত্রিক ও উদীচীর গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জোর করে নতুন কমিটি নির্বাচিত বলে ঘোষণা দেন। তাৎক্ষণিকভাবে কাউন্সিলরদের অধিকাংশ এ ঘোষণার বিপক্ষে অবস্থান নেন। কিন্তু বেশির ভাগ প্রতিনিধির মতামতকে উপেক্ষা করে হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা এবং শপথ গ্রহণের চেষ্টা করা হয়।’
এতে আরও বলা হয়, ‘তবে যে শপথবাক্য তারা পাঠ করার চেষ্টা করেন সেটিও উদীচীর ঘোষণাপত্র বা গঠনতন্ত্রে নেই। একপর্যায়ে তারা মিছিল নিয়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। এ অবস্থায় উদীচীর বেশির ভাগ জেলা ও শাখা সংসদের প্রতিনিধিরা হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনের নেতৃত্বে ফ্যাসিস্ট আচরণের তীব্র নিন্দা জানান এবং তাদের প্রত্যাখ্যান করেন।’
জামসেদ আনোয়ার তপন বলেন, ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে এর নেতৃত্ব নির্বাচিত হয়। সম্মেলনে আগত প্রতিনিধিদেরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদেও কমিটি গঠিত হয়। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে চলমান রাজনৈতিক-সাংস্কৃতিক অস্থিরতার কালে উদীচীর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে সর্বব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার লক্ষ্যে উদীচীর সংস্কৃতি কর্মীরা নিজেদেরও যুক্ত করবে। এই হলো এ সম্মেলনের শপথ।’
এ ঘটনা নিয়ে রোববার বিকেল ৩টায় জামসেদ আনোয়ার তপনদের অংশ সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে।
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনো শত ষড়যন্ত্রে’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার শুরু হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩ তম জাতীয় সম্মেলন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনের এ সম্মেলন উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর ও প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী।
শনিবার সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনের কার্যক্রমে সাংগঠনিক পর্ব শেষে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠন প্রক্রিয়া শুরু হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২ ঘণ্টা আগেজাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর), বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। ১৯৯৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা জাতিসংঘ সচিবালয়ের একটি বিভাগ হিসেবে পরিচালিত হয়। এ সংস্থার ম্যান্ডেট জাতিসংঘের সনদ...
৬ ঘণ্টা আগেবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
১০ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
১৯ ঘণ্টা আগে