নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে চিকিৎসকসংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ কিন্তু নিয়োগবঞ্চিত প্রায় দুই হাজার চিকিৎসককে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সাকলাইন রাসেল।
আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।
সাকলাইন রাসেল বলেন, এই চিকিৎসকেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত। সরকার ইতিমধ্যে ৩ হাজার চিকিৎসককে নিয়োগ দিলেও অন্য ২ হাজারজনকে অবৈধভাবে অপেক্ষমাণ রাখা হয়েছে।
একসঙ্গে বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হলে ‘ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে’—সরকারের এ যুক্তিকে ‘ভিত্তিহীন ও অযৌক্তিক’ বলে মনে করছেন সাকলাইন রাসেল।
সাকলাইন বলেন, ইতিমধ্যে দেশে প্রায় ১৩ হাজার শূন্যপদ রয়েছে। এই ২ হাজার চিকিৎসককে নিয়োগ দিলে কোনো সমস্যা হবে না, বরং জনগণ উপকৃত হবে। ৩৯তম বিসিএসে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগের নজির রয়েছে। সে ক্ষেত্রে সরকার চাইলে এবারও একইভাবে অতিরিক্ত নিয়োগ দিতে পারে। নতুন বিসিএস পরীক্ষা আয়োজন সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তাই বর্তমান উত্তীর্ণদের নিয়োগই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।
সাকলাইন রাসেলের সঙ্গে একমত পোষণ করে ৪৮তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক ইসরাফিল আহম্মেদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই উপজেলা পর্যায়ে চিকিৎসকসংকটের খবর আসে। কিন্তু একজন চিকিৎসককে দিনে ১৫০ থেকে ২০০ রোগী দেখতে হয়। এই অবস্থায় মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়।
ইসরাফিল আহম্মেদ জানান, দেশের ৪৪৫টি উপজেলায় গড়ে তিন থেকে চারজন চিকিৎসক কর্মরত রয়েছেন, যেখানে অন্তত ২০ থেকে ২৪ জন চিকিৎসকের প্রয়োজন। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ডেন্টালসহ ৩ হাজার ১২০ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে। তবে তা পর্যাপ্ত নয়।
স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এরই মধ্যে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ডেন্টাল চিকিৎসক বাদে ২ হাজার ৮২০ জন চিকিৎসককে সহকারী সার্জন পদে সুপারিশ করা হয়েছে।
তবে ৪৪তম থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া অসমাপ্ত থাকায় ওই বিসিএসগুলোর অপেক্ষমাণ চিকিৎসকদের মধ্যে অনেকে ৪৮তম বিসিএসে পুনরায় উত্তীর্ণ হয়েছেন। ফলে প্রায় ২ হাজার রিপিট প্রার্থী রয়েছেন।
দেশে চিকিৎসকসংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ কিন্তু নিয়োগবঞ্চিত প্রায় দুই হাজার চিকিৎসককে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সাকলাইন রাসেল।
আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।
সাকলাইন রাসেল বলেন, এই চিকিৎসকেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত। সরকার ইতিমধ্যে ৩ হাজার চিকিৎসককে নিয়োগ দিলেও অন্য ২ হাজারজনকে অবৈধভাবে অপেক্ষমাণ রাখা হয়েছে।
একসঙ্গে বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হলে ‘ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে’—সরকারের এ যুক্তিকে ‘ভিত্তিহীন ও অযৌক্তিক’ বলে মনে করছেন সাকলাইন রাসেল।
সাকলাইন বলেন, ইতিমধ্যে দেশে প্রায় ১৩ হাজার শূন্যপদ রয়েছে। এই ২ হাজার চিকিৎসককে নিয়োগ দিলে কোনো সমস্যা হবে না, বরং জনগণ উপকৃত হবে। ৩৯তম বিসিএসে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগের নজির রয়েছে। সে ক্ষেত্রে সরকার চাইলে এবারও একইভাবে অতিরিক্ত নিয়োগ দিতে পারে। নতুন বিসিএস পরীক্ষা আয়োজন সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তাই বর্তমান উত্তীর্ণদের নিয়োগই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।
সাকলাইন রাসেলের সঙ্গে একমত পোষণ করে ৪৮তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক ইসরাফিল আহম্মেদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই উপজেলা পর্যায়ে চিকিৎসকসংকটের খবর আসে। কিন্তু একজন চিকিৎসককে দিনে ১৫০ থেকে ২০০ রোগী দেখতে হয়। এই অবস্থায় মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়।
ইসরাফিল আহম্মেদ জানান, দেশের ৪৪৫টি উপজেলায় গড়ে তিন থেকে চারজন চিকিৎসক কর্মরত রয়েছেন, যেখানে অন্তত ২০ থেকে ২৪ জন চিকিৎসকের প্রয়োজন। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ডেন্টালসহ ৩ হাজার ১২০ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে। তবে তা পর্যাপ্ত নয়।
স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এরই মধ্যে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ডেন্টাল চিকিৎসক বাদে ২ হাজার ৮২০ জন চিকিৎসককে সহকারী সার্জন পদে সুপারিশ করা হয়েছে।
তবে ৪৪তম থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া অসমাপ্ত থাকায় ওই বিসিএসগুলোর অপেক্ষমাণ চিকিৎসকদের মধ্যে অনেকে ৪৮তম বিসিএসে পুনরায় উত্তীর্ণ হয়েছেন। ফলে প্রায় ২ হাজার রিপিট প্রার্থী রয়েছেন।
জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। ১৭ অক্টোবর দলগুলো এই সনদে স্বাক্ষর করবে। জাতীয় সংসদ ভবনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণের চিঠিও পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগেইফতেখারুজ্জামান বলেন, অন্য অভিযুক্তরা যদি বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন কারা হেফাজতে থাকতে পারে, তাহলে সেনা কর্মকর্তাদের জন্য আলাদা ‘সাব-জেল’ ঘোষণার যৌক্তিকতা কী? এভাবে বিশেষ শ্রেণিকে বিশেষ সুবিধা দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী এবং সরকারের এই বৈষম্যমূলক আচরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ
১১ ঘণ্টা আগেম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য মামলা দ্রুত নিষ্পত্তি করতে দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
১১ ঘণ্টা আগেরাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২৮৬ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে সিআইডি জানিয়েছে, দেশ ও বিদেশ থেকে পরিচালিত একটি অনলাইন নেটওয়ার্ক ‘জয় বাংলা ব্রিগেড’-এর মাধ্যমে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা নেওয়া হয়ে
১১ ঘণ্টা আগে