Ajker Patrika

২৪ ঘণ্টায় আরও ৫১ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ ঘণ্টায় আরও ৫১ ডেঙ্গু রোগী ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৪০ জন এবং বাইরে ১১ জন রোগী রয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৫১ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৪০ জন এবং ঢাকার বাইরে ১১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭৯ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন। আর ৪০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন এক হাজার ৫৭৯ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন এক হাজার ৩৯৯ জন এবং ঢাকার বাইরে ২০৭ জন। ঢাকায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন এক হাজার ২৩২ জন এবং বাইরে ১৬৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৪ দিনে ৪৯০ জন। অর্থাৎ জুলাই মাসে গড়ে প্রতিদিন ৩৫ জন করে রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। 

কীটতত্ত্ববিদদের জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। গত কয়েক দিনের প্রতিবেদনে সে চিত্র দেখা যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত