নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছর পর জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। করোনাভাইরাসের কারণে পাঁচ দিন থেকে কমিয়ে তিন দিন হবে এই সম্মেলন।
জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেলা প্রশাসকদের একটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, আপনারা কাজ করেন মাঠ পর্যায়ে। প্রতিটি জেলার দায়িত্ব আপনাদের। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং তাদের স্বাবলম্বী করার জন্য আমরা যে ব্যাপক পল্লি উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করতে হবে। সেখানেই আমাদের সবচেয়ে বেশি উন্নতি করতে হবে। সেটাই আমি সব সময় বিশ্বাস করি। আমরা ইতিমধ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, গ্রাম পর্যায়ের যোগাযোগের জন্য রাস্তা থেকে শুরু করে যোগাযোগব্যবস্থা উন্নত করে দিচ্ছি। সেটা আরও ব্যাপকভাবে হবে।’
এ সময় মানুষের কল্যাণে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাসহ ২৪ দফা নির্দেশনা জেলা প্রশাসকদের দেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি এবং ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে এই সম্মেলনে।
করোনাভাইরাসজনিত নিরাপত্তার স্বার্থে সম্মেলনের আগে জেলা প্রশাসকসহ তাঁদের গানম্যান, ড্রাইভার ও সঙ্গীদের আরটিপিসিআর পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার ও পাঁচজন ডিসির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তাঁরা হলেন রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান ও চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভার্চুয়ালি ভাষণ দেবেন ডিসি সম্মেলনে। আগামীকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দুই বছর পর জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। করোনাভাইরাসের কারণে পাঁচ দিন থেকে কমিয়ে তিন দিন হবে এই সম্মেলন।
জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেলা প্রশাসকদের একটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, আপনারা কাজ করেন মাঠ পর্যায়ে। প্রতিটি জেলার দায়িত্ব আপনাদের। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং তাদের স্বাবলম্বী করার জন্য আমরা যে ব্যাপক পল্লি উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করতে হবে। সেখানেই আমাদের সবচেয়ে বেশি উন্নতি করতে হবে। সেটাই আমি সব সময় বিশ্বাস করি। আমরা ইতিমধ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, গ্রাম পর্যায়ের যোগাযোগের জন্য রাস্তা থেকে শুরু করে যোগাযোগব্যবস্থা উন্নত করে দিচ্ছি। সেটা আরও ব্যাপকভাবে হবে।’
এ সময় মানুষের কল্যাণে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাসহ ২৪ দফা নির্দেশনা জেলা প্রশাসকদের দেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি এবং ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে এই সম্মেলনে।
করোনাভাইরাসজনিত নিরাপত্তার স্বার্থে সম্মেলনের আগে জেলা প্রশাসকসহ তাঁদের গানম্যান, ড্রাইভার ও সঙ্গীদের আরটিপিসিআর পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার ও পাঁচজন ডিসির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তাঁরা হলেন রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান ও চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভার্চুয়ালি ভাষণ দেবেন ডিসি সম্মেলনে। আগামীকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভোটের মৃদু হাওয়া বইতে শুরু করেছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে ভাষণে গত মঙ্গলবার এ ঘোষণা দেওয়ার পরদিন গতকাল বুধবারই তাঁর কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোটের...
২৭ মিনিট আগেগত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় বুধবার (৬ আগস্ট) আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন...
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি করার মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। গত ৩১ জুলাই এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে আজ বুধবার জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, ‘এটি আমরা যাচাই–বাছাই করছি।’
৬ ঘণ্টা আগেভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ বুধবার সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে আহ্বায়ক ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালককে (সঠিকতা যাচাইকরণ)
৬ ঘণ্টা আগে