Ajker Patrika

আরও ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ ফাইজারের কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মোট ১ কোটি ৮৫ লাখ ডোজ করোনার টিকা দিল দেশটি। 

আজ রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। 

আরও কয়েক কোটি ডোজ আসার পথে উল্লেখ করে মার্কিন দূতাবাস জানায়, করোনা মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। 

বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সব জেলায় টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজারের টিকা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা হবে বলেও জানানো হয় বার্তায়। 

এর আগে গত ২৭ ও ২৩ নভেম্বর বাংলাদেশকে দু’দফায় ৩৫ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। 

গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত