নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থগিতাদেশ অমান্য করে রাজধানীর মুগদা সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন মো. মশিহুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেছবাহুর রহমান।
আদেশের পর মো. মশিহুর রহমান বলেন, স্থগিতাদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হাইকোর্ট ১০ দিনের রুল জারি করেছেন।
শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী ফিদা এম কামাল বলেন, আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের আগে নোটিশ দিতে হবে। অধিগ্রহণ করতে হলেও নিয়ম অনুযায়ী করতে হবে। এ সময় সিটি করপোরেশনের আইনজীবী আদালতে বলেন, আদালতের আদেশের পর কোনো উচ্ছেদ হয়নি।
ফিদা এম কামাল বলেন, ‘আমাদের কাছে ভাঙচুরের ভিডিও আছে।’ এ সময় আদালত বলেন, ‘ঠিক আছে এখানে ভিডিও দেখার সুযোগ আছে। প্রয়োজনে আমরা দেখব। শুধু বিচার করলেই হবে না, মানুষকে দেখাতেও হবে।’ পরে হাইকোর্ট রুল জারি করেন।
এর আগে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন ও মাহবুবুর রহমানসহ ৩২ জন রিট করেন। ওই রিট শুনানী করে মুগদা সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান স্থগিত করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। তবে ওই স্থগিতাদেশের পরও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন আবেদনকারীরা।
স্থগিতাদেশ অমান্য করে রাজধানীর মুগদা সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন মো. মশিহুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেছবাহুর রহমান।
আদেশের পর মো. মশিহুর রহমান বলেন, স্থগিতাদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হাইকোর্ট ১০ দিনের রুল জারি করেছেন।
শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী ফিদা এম কামাল বলেন, আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের আগে নোটিশ দিতে হবে। অধিগ্রহণ করতে হলেও নিয়ম অনুযায়ী করতে হবে। এ সময় সিটি করপোরেশনের আইনজীবী আদালতে বলেন, আদালতের আদেশের পর কোনো উচ্ছেদ হয়নি।
ফিদা এম কামাল বলেন, ‘আমাদের কাছে ভাঙচুরের ভিডিও আছে।’ এ সময় আদালত বলেন, ‘ঠিক আছে এখানে ভিডিও দেখার সুযোগ আছে। প্রয়োজনে আমরা দেখব। শুধু বিচার করলেই হবে না, মানুষকে দেখাতেও হবে।’ পরে হাইকোর্ট রুল জারি করেন।
এর আগে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন ও মাহবুবুর রহমানসহ ৩২ জন রিট করেন। ওই রিট শুনানী করে মুগদা সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান স্থগিত করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। তবে ওই স্থগিতাদেশের পরও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন আবেদনকারীরা।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৪ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড..
৯ ঘণ্টা আগেমজুরি বৈষম্য দূরীকরণ, চাকরির সুরক্ষা নিশ্চিত ও নিজেদের অধিকার আদায় করতে শুধু সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং আন্দোলন–সংগ্রামও চালিয়ে যেতে হবে—এমনটাই বলেছেন খোদ সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
১১ ঘণ্টা আগে