Ajker Patrika

রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রোববার

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ১৭: ৩২
রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রোববার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। আগামী রোববার (৯ জুন) ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। আজ মঙ্গলবার পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম এবং রাত্রিযাপন করবেন। 

পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। ১১ জুন বেলা সাড়ে ১১টায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং ১২ জুন বেলা ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। 

এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে শহরে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলছে। তাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন নেতা কর্মীরা। এর আগে কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণা দেন। সেগুলো বাস্তবায়নের পথে। এ সফরেও উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন জেলাবাসী। 

পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার কৃতি সন্তান দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন এটা আমাদের জন্য বিরাট পাওয়া ও গৌরবের। তিনি নিজ জেলায় চতুর্থ সফরে পাবনার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার।’ 

পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, ‘রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’ 

পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, ‘রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তাঁর চতুর্থবারের মতো নিজ জেলা পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।’ 

এর আগে গত ১৫ জানুয়ারি চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া গত বছরের ১৫ মে প্রথমবার এবং ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার পাবনা সফর করেন রাষ্ট্রপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত