Ajker Patrika

ঢাকায় ব্রিটিশ পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৫
ঢাকায় ব্রিটিশ পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন

বাংলাদেশের সঙ্গে পঞ্চম কৌশলগত সংলাপে যোগ দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন আজ সোমবার ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে ব্রিটিশ এই কর্মকর্তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

ঢাকায় অবতরণের পর এক পোস্টে ফিলিপ বার্টন বলেন, ‘ঢাকায় এসে ভালো লাগছে। শেষবার যেমনটি দেখেছি, সে তুলনায় নগরটি অনেক বদলে গেছে। এই বদলে যাওয়া বাংলাদেশের উন্নতির একটি প্রমাণ। দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করার কাজ শুরুর দিকেই এখন তাঁর মনোযোগ বলে পোস্টে জানান ফিলিপ বার্টন। 
 
পররাষ্ট্রসচিব পর্যায়ের এ সংলাপ আগামীকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

আগামীকালের সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারত্ব ও রোহিঙ্গা-সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় আসবে। 

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার যে অঙ্গীকার, এ কৌশলগত সংলাপ তাকেই প্রতিফলিত করে। সংলাপে বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে। 

সেই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি করবে বলে হাইকমিশন মনে করে। সফরকালে রাজনীতিবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। ২০০৮ সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে তিনি ঢাকা সফর করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত