Ajker Patrika

কাল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এদিন সকাল সাড়ে ১০টার দিকে বৈঠকটি হবে বলে একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ক্ষয়ক্ষতির শিকার হওয়া প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কার করার পর এটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয়। এর পর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে।

গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেছিলেন মুহাম্মদ ইউনূস।

সেই হিসেবে আগামীকাল দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এরপর জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করতে পারেন বলে সূত্রটি জানিয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত