Ajker Patrika

ওডিশায় ট্রেন দুর্ঘটনা: সহায়তা দিতে বাংলাদেশ উপ–হাইকমিশনের হটলাইন চালু

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুন ২০২৩, ০১: ৩১
Thumbnail image

ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দেশের কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, যে কোনো সহযোগিতার জন্য হটলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ–হাইকমিশন। 

উপ–হাইকমিশনের এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস আজ শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ট্রেনটিতে যাতায়াত করেন। এই বিবেচনায় বর্ণিত দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওডিশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে। 

এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের হটলাইন নম্বর +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটস অ্যাপ)–এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য, ভারতের ওডিশায় দুই ট্রেনের সংঘর্ষে ৩8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত