Ajker Patrika

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্ট করতে পারবেন

অনলাইন ডেস্ক
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্ট করতে পারবেন

প্রবাসী বাংলাদেশিরা আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি তৈরির সুযোগ পাচ্ছেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে পারবেন। তবে দেশে অবস্থিত কোনো নাগরিক এমআরপি পাসপোর্ট করতে পারবেন না। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এমআরপি পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, প্রবাসী বাংলাদেশি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধনের সহায়তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট করতে পারবেন। এরপর আর কোনো পাসপোর্ট এমআরপি করা হবে না।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, যেসব মিশনে পাসপোর্ট তৈরিতে জটিলতা হচ্ছে সেখানে অচিরেই তা সমাধা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত