Ajker Patrika

স্কুলেই টিকা পাবে শিশুরা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬: ২৬
স্কুলেই টিকা পাবে শিশুরা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিশুরা স্কুলেই করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, নিরাপদে শিক্ষা প্রদানের জন্য সরকার ৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্কুলেই টিকা পাবে শিশুরা। এ সময় তিনি শিশুদের টিকা দিতে অভিভাবকদের প্রতি জন্মনিবন্ধন করার অনুরোধ জানান।

দেশের ১২টি সিটি করপোরেশনের ১৮৬টি এবং রাজধানীর ১৫টি বিদ্যালয়ে শুরু হয়েছে শিশুদের টিকাদানের এই কর্মসূচি। পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা আসে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা করা হয়েছে। দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা ২ কোটি ২০ লাখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত