Ajker Patrika

চাঁদপুরসহ ৪ জেলায় নতুন ডিসি, অবসরে সিনিয়র সচিব হেলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২২, ১৮: ২৯
চাঁদপুরসহ ৪ জেলায় নতুন ডিসি, অবসরে সিনিয়র সচিব হেলাল

চাঁদপুরসহ চার জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে দেশের আলোচিত চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিশকে নেত্রকোনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের একান্ত সচিব (উপসচিব) কামরুল হাসানকে চাঁদপুরের ডিসি হিসাবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুরে ও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায় জামালপুরের ডিসি হিসাবে পদায়ন করা হয়েছে। 

প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী দীপু মনির পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন ডিসি অঞ্জনা খান মজলিশ। জেলার হাইমচর উপজেলার মেঘনার দুর্গমচরের প্রায় সাড়ে ৪৮ একর সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ ২৫ জনের বিরুদ্ধে মামলাও করেন ডিসি।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত