বিশেষ প্রতিনিধি, ঢাকা
সরকার আর কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে সরকারি জমি হস্তান্তর করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারি জমির প্রকৃত মূল্য নির্ধারণ করেই তা ব্যবহারে আগ্রহী সংস্থাগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে। প্রতীকী দামে জমি দিয়ে অপচয়ের সুযোগ আর রাখা হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি বা বিওএফের সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি হস্তান্তরের একটি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রায় ১৭ কোটি টাকার বিনিময়ে জমি হস্তান্তরের বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য বিষয়টি আলোচনায় আসে।
এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘তারা জমিটি নিতে চেয়েছে, কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। তাদেরই দেওয়া হবে, তবে যথাযথ মূল্য পরিশোধ করতে হবে।’
তিনি আরও বলেন, প্রতীকী মূল্যে জমি দেওয়া হলে সেসব জমির যথাযথ ব্যবহার হয় না। অনেক সময় প্রকৃত প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জমির আবেদন করা হয়। যেমন, যেখানে ১০ একর যথেষ্ট, সেখানে ১০০ একরের চাহিদা তুলে ধরা হয়। এটা বন্ধ করতে হবে।
সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারি জমি ব্যবহারে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই নীতিগত অবস্থান নেওয়া হয়েছে। সরকারি সম্পদের সদ্ব্যবহার নিশ্চিতে কঠোর মনোভাব অবলম্বন করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
সরকার আর কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে সরকারি জমি হস্তান্তর করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারি জমির প্রকৃত মূল্য নির্ধারণ করেই তা ব্যবহারে আগ্রহী সংস্থাগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে। প্রতীকী দামে জমি দিয়ে অপচয়ের সুযোগ আর রাখা হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি বা বিওএফের সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি হস্তান্তরের একটি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রায় ১৭ কোটি টাকার বিনিময়ে জমি হস্তান্তরের বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য বিষয়টি আলোচনায় আসে।
এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘তারা জমিটি নিতে চেয়েছে, কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। তাদেরই দেওয়া হবে, তবে যথাযথ মূল্য পরিশোধ করতে হবে।’
তিনি আরও বলেন, প্রতীকী মূল্যে জমি দেওয়া হলে সেসব জমির যথাযথ ব্যবহার হয় না। অনেক সময় প্রকৃত প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জমির আবেদন করা হয়। যেমন, যেখানে ১০ একর যথেষ্ট, সেখানে ১০০ একরের চাহিদা তুলে ধরা হয়। এটা বন্ধ করতে হবে।
সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারি জমি ব্যবহারে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই নীতিগত অবস্থান নেওয়া হয়েছে। সরকারি সম্পদের সদ্ব্যবহার নিশ্চিতে কঠোর মনোভাব অবলম্বন করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
সাগরপথে ইউরোপে গমনের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষে রয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৯ হাজার ৭৩৫ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন। এই তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইরিত্রিয়া, মিসর ও পাকিস্তান।
৪ মিনিট আগেবাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ২টায় এই বৈঠক শুরু হয়। এটি চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। তবে অনানুষ্ঠানিকভাবে বেলা ১২টা ৩০ মিনিটেই আলোচনা শুরু হয়। মঙ্গলবারের বৈঠক শেষে আগামীকাল স্থানীয় সময়...
২ ঘণ্টা আগেনতুন টেলিযোগাযোগ আইনে আড়ি পাতার ক্ষেত্রে ‘আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড’ নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল সোমবার (২৮ জুলাই) এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে...
৩ ঘণ্টা আগেমুজিববর্ষ উদযাপন, মুজিব সিনেমাসহ নানা দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাকির অভিযোগ নিয়ে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের বিরুদ্ধে দুদক, এনবিআর ও বিএফআইইউতে দেওয়া অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ ৬০ দিনের মধ্যে অভিযোগ...
৩ ঘণ্টা আগে