নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় দফায় আগামী ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে আরও ৩৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার দুপুরে রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এমনটি জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে ১২ জোড়া আন্তনগর ও ২১ জোড়া মেইল, কমিউনিটি, ডেমু ও লোকাল মোট ৩৩ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।
এদিকে ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শিথিল করায়। গত ১১ আগস্ট থেকে সব সিটে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল। প্রথম দফায় ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া মেইল, কমিউটারসহ মোট ৫৮ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছিল। সব মিলে বৃহস্পতিবার থেকে ৯১ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ' বৃহস্পতিবার ট্রেন চালুর পরেও আরও কিছু ট্রেন চলতে বাকি থাকবে। কিছু ট্রেনের মেরামত কাজ চলমান আছে। মেরামত কাজ শেষে পর্যায়ক্রমে বাকি সবগুলো ট্রেন চালু করা হবে'।
বৃহস্পতিবার চালু হচ্ছে যেসব ট্রেন:
আন্তনগর
মহানগর এক্সপ্রেস, এগারো সিন্দুর প্রভাতী, এগারো সিন্দুর গোধূলি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিক্ল সিটি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস।
লোকাল-কমিউটার
ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, সমতট এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, ধলেশ্বরী এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, নাজিরহাট কমিউটার, দোহাজারী কমিউটার, লোকাল ১২৩ / ১২৪, লোকাল ৮ জোড়া, লোকাল ২৬১ / ২৬৪, লোকাল ২৭১ / ২৭৮, লোকাল ২৫৪ / ২৫৩, লোকাল ২৫৬ / ২৫৫, লোকাল, উত্তরবঙ্গ মেইল ৭ / ৮, কাঞ্চন কমিউটার, বেতনা এক্সপ্রেস, ঈশ্বরদী কমিউটার, দিনাজপুর/লালমনি কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম শাটল।
প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। যার ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়।
দ্বিতীয় দফায় আগামী ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে আরও ৩৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার দুপুরে রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এমনটি জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে ১২ জোড়া আন্তনগর ও ২১ জোড়া মেইল, কমিউনিটি, ডেমু ও লোকাল মোট ৩৩ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।
এদিকে ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শিথিল করায়। গত ১১ আগস্ট থেকে সব সিটে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল। প্রথম দফায় ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া মেইল, কমিউটারসহ মোট ৫৮ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছিল। সব মিলে বৃহস্পতিবার থেকে ৯১ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ' বৃহস্পতিবার ট্রেন চালুর পরেও আরও কিছু ট্রেন চলতে বাকি থাকবে। কিছু ট্রেনের মেরামত কাজ চলমান আছে। মেরামত কাজ শেষে পর্যায়ক্রমে বাকি সবগুলো ট্রেন চালু করা হবে'।
বৃহস্পতিবার চালু হচ্ছে যেসব ট্রেন:
আন্তনগর
মহানগর এক্সপ্রেস, এগারো সিন্দুর প্রভাতী, এগারো সিন্দুর গোধূলি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিক্ল সিটি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস।
লোকাল-কমিউটার
ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, সমতট এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, ধলেশ্বরী এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, নাজিরহাট কমিউটার, দোহাজারী কমিউটার, লোকাল ১২৩ / ১২৪, লোকাল ৮ জোড়া, লোকাল ২৬১ / ২৬৪, লোকাল ২৭১ / ২৭৮, লোকাল ২৫৪ / ২৫৩, লোকাল ২৫৬ / ২৫৫, লোকাল, উত্তরবঙ্গ মেইল ৭ / ৮, কাঞ্চন কমিউটার, বেতনা এক্সপ্রেস, ঈশ্বরদী কমিউটার, দিনাজপুর/লালমনি কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম শাটল।
প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। যার ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়।
আজ এই অপহরণ মামলার প্রতিবেদন দাখিল করার কথা ছিল। তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
১৩ মিনিট আগেবিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো নির্দেশনার বিষয়ে তিনি অবহিত নন বলেও জানান। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা
২৫ মিনিট আগেগত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সে সময় বলা হয়েছিল, এ নিয়ে কোনো দাবি ও আপত্তি থাকলে ১০ আগস্টের মধ্যে ইসিতে আবেদন করতে হবে। আজ রোববার ইসি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন
১ ঘণ্টা আগেরাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
২ ঘণ্টা আগে