Ajker Patrika

ড. আকবর আলি খান আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৭: ২৫
ড. আকবর আলি খান আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতা‌লে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না‌ লিল্লা‌হে ওয়া ইন্না ইলাইহে রা‌জিউন)।

রাত পৌনে ১২টার দিকে আকবর আলি খানের ভাই কবির উদ্দিন খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এভার কেয়ার হাসপাতালের উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) আরিফ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১০টা ৪০ মিনিটে মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছে।’

১৯৪৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে এবং কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। পিএইচডি গবেষণাও করেন অর্থনীতিতে।

আকবর আলি খান মূলত চৌকস আমলা হিসেবে পরিচিত। তবে শিক্ষকতাও করেছেন। অবসর নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। অবসরের পর দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি।

২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়ার আশঙ্কায় তিনজন উপদেষ্টার সঙ্গে তিনিও একযোগে পদত্যাগ করেন।

আকবর আলি খান রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

অবসরের পর তিনি লেখালেখিতেই পূর্ণ মনোযোগ দেন। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য—বিচিত্র বিষয়ে তাঁর গবেষণামূলক বই পাঠকের কাছে সমাদৃত হয়েছে।

আকবর আলি খানের সর্বশেষ আত্মজীবনী গ্রন্থ ‘পুরানো সেই দিনের কথা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত