Ajker Patrika

পুলিশের ওপর হামলা: খোকন-কায়সারসহ ১৩ আইনজীবীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫১
পুলিশের ওপর হামলা: খোকন-কায়সারসহ ১৩ আইনজীবীর আগাম জামিন

ঢাকা জজকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চে হাজির হয়ে আবেদন করলে তাঁদের আট সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়।

আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

আইনজীবীদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

১২ সেপ্টেম্বর বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৬৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত