Ajker Patrika

সারা দেশে আরও ১৬৯০ জন গ্রেপ্তার, ‘ডেভিল’ ৬৭৮

অনলাইন ডেস্ক
সারা দেশে আরও ১৬৯০ জন গ্রেপ্তার, ‘ডেভিল’ ৬৭৮

রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৬৭৮ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ হাজারের বেশি ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাঁদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেপ্তারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন সারা দেশে সামগ্রিকভাবে গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত