Ajker Patrika

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নত হবে: সহকারী হাইকমিশনার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর বলেছেন, ‘দুটি দেশের সম্পর্কের মধ্যে উত্থান-পতন থাকলেও ভবিষ্যতে নিঃসন্দেহে এই সম্পর্ক আরও উন্নত হবে।’

আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী হাইকমিশনার এ কথা বলেন।

ভিসা দেওয়া প্রসঙ্গে চন্দ্র শেখর জানান, ভারতীয় ভিসা দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। মানুষ নিয়মিত আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে।

সহকারী হাইকমিশনার শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকর। নিয়মিত যোগচর্চায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নতুন প্রজন্মকে যোগ চর্চায় অভ্যস্ত করে তোলা গেলে জাতি পাবে সুস্থ ও সচেতন নাগরিক।

এ সময় দুই শতাধিক শিশু, নারী ও পুরুষ যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে।

উল্লেখ, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বের নানা প্রান্তে পালিত হয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...