Ajker Patrika

প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে: স্পিকার

প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে বলে মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, দেশের সকল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের অব্যাহত ধারার সঙ্গে কোভিডের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন তিনি। 

আজ শুক্রবার ঢাকার পীরগঞ্জ (রংপুর) সমিতি কর্তৃক আসাদগেটের ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। 

শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এ জনপদের জীবনমানের উন্নয়নসহ সকল ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীসদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত