Ajker Patrika

উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও ১৭৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও ১৭৭ জন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন থেকে ১৭৭ জন প্রার্থী সড়ে দাঁড়িয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০৩, ভাইস চেয়ারম্যান পদে ৫১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন রয়েছেন। প্রথম ধাপে ১৯৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।

আজ মঙ্গলবার এই ধাপে প্রত্যাহারের শেষদিন মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলা পরিষদে ২ হাজার ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই, আপিল ও প্রত্যাহার শেষে তিন পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১ হাজার ৮২৮ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। 

এ ছাড়া ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত