Ajker Patrika

ইসির চার উপসচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০: ৩০
ইসির চার উপসচিব পদে রদবদল

নির্বাচন কমিশনের (ইসি) চার উপসচিব পদে রদবদল করা হয়েছে। আজ রোববার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপসচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখায় বদলি করা হয়েছে। আর নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিকে নির্বাচন পরিচালনা-১ শাখার উপসচিব এম  মাজহারুল ইসলামকে বদলি করে মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখায় উপসচিব করা হয়েছে। আর মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখার উপসচিব মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত