Ajker Patrika

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে চুক্তি বাতিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬: ০৯
রাশিয়া, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে চুক্তি বাতিল 

তিন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে চুক্তি বাতিল করল অন্তর্বর্তী সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চুক্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন মস্কোয় বাংলাদেশ দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসির রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও আবুধাবি দূতাবাসে দায়িত্বপ্রাপ্ত মো. আবু জাফর।

প্রজ্ঞাপনে বলা হয়, উল্লিখিত কর্মকর্তাদের সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত