Ajker Patrika

‘প্রধানমন্ত্রী’ হিসেবে ট্রাম্পকে হাসিনার অভিনন্দন, ভারত বলল ‘তিনি সাবেক’

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৫: ১১
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার স্বাক্ষর করা একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে হাসিনা নিজেকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সে বিষয়েই প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক।

সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, শেখ হাসিনা বর্তমানে আমাদের দেশে বসবাস করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে যখন তিনি অভিনন্দন জানালেন, তখন এ ধরনের বার্তা এসেছিল যাতে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। আপনি বারবার তাঁকে এই ইঙ্গিত দিয়ে উল্লেখ করেছেন যে, তিনি সাবেক প্রধানমন্ত্রী। তাহলে কি ভারত তাঁকে নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে, নাকি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে? অনুগ্রহ করে এটি পরিষ্কার করবেন।

জবাবে মুখপাত্র বলেন, ‘আমি বলব, আমি এ বিষয়ে আগেই এখানে আমার বিবৃতি দিয়েছি এবং আপনি সেই বিবৃতিকে আমাদের অবস্থান হিসেবে বিবেচনা করতে পারেন। ঠিক আছে।’

তিনি বলেন, ‘আমরা এই স্থান থেকে বলেছি যে, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তাই সেটাই আমাদের অবস্থান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত