Ajker Patrika

আবরার হত্যা মামলার দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২০: ৫০
আবরার হত্যা মামলার দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পেপার বুক প্রস্তুত করে দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আবরার। ওই স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে রাতভর মারধর করে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার পর ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। 

বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার নথি ২০২২ সালের ৬ জানুয়ারি পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। যা এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত