নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরত আনতে শিগগিরই একটি বিশেষ আইন করা হচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে নতুন আইন তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘আপনারা জানেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্রের ফাইন্ডিংস ছিল ২৩৪ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায়। এর মধ্যে ১৭ বিলিয়ন ডলার ছিল যেটি পাচার হয় বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে। এ টাকাটা উদ্ধারে প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারের প্রয়াস ছিল। অধ্যাপক ইউনূস প্রথম থেকেই বলে আসছেন এটা হচ্ছে আমাদের সরকারের টপ প্রায়োরিটি। এটা বাংলাদেশের মানুষের টাকা। আমরা যেভাবেই হোক টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি।’
প্রেস সচিব আরও বলেন, ‘সেজন্য সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ একটা ১১ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স করা হয়। এর নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ টাস্কফোর্সের অন্য যারা এজেন্সি, অন্যান্য যে প্রতিষ্ঠান, তারা কতটুকু কী করছেন টাকাটা ফেরত আনার জন্য, এ বিষয়ে একটা বড় মিটিং হয়।
অধ্যাপক ইউনূস দ্রুততম সময়ে টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করতে সভায় নির্দেশ দিয়েছেন।’
অধ্যাদেশের মাধ্যমে এ বিষয়ে আইন করা হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেড় ঘণ্টার ওই সভার সিদ্ধান্ত তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে, একটা স্পেশাল আইন করা, এ টাকাটা কীভাবে আনা যায় সেটা তরান্বিত করার জন্য এবং টাস্কফোর্স যে কাজ করছে সে কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা স্মুথলি করার জন্য একটা আইন খুব শিগগিরই হবে। আপনারা হয়তো আগামী সপ্তাহের মধ্যে এ আইনটা দেখবেন। এই আইনটা হচ্ছে ত্বরান্বিত করে কীভাবে টাকাটা আনা যায়। এতে আইনের একটা কভার লাগবে। প্রচুর ল ফার্মের সঙ্গে টাস্কফোর্স কথা বলছে। এ ফার্মগুলোর সঙ্গে ইমপ্লিমেন্ট করতে এ আইন সাহায্য করবে।’
শফিকুল আলম বলেন, ‘বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, অনেক ছেলে–মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা গেছে, ছেলের টিউশন ফি হিসেবে ৪০০–৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে। মানি লন্ডারিংটা কীভাবে হয়েছে দেখেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরত আনতে শিগগিরই একটি বিশেষ আইন করা হচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে নতুন আইন তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘আপনারা জানেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্রের ফাইন্ডিংস ছিল ২৩৪ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায়। এর মধ্যে ১৭ বিলিয়ন ডলার ছিল যেটি পাচার হয় বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে। এ টাকাটা উদ্ধারে প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারের প্রয়াস ছিল। অধ্যাপক ইউনূস প্রথম থেকেই বলে আসছেন এটা হচ্ছে আমাদের সরকারের টপ প্রায়োরিটি। এটা বাংলাদেশের মানুষের টাকা। আমরা যেভাবেই হোক টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি।’
প্রেস সচিব আরও বলেন, ‘সেজন্য সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ একটা ১১ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স করা হয়। এর নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ টাস্কফোর্সের অন্য যারা এজেন্সি, অন্যান্য যে প্রতিষ্ঠান, তারা কতটুকু কী করছেন টাকাটা ফেরত আনার জন্য, এ বিষয়ে একটা বড় মিটিং হয়।
অধ্যাপক ইউনূস দ্রুততম সময়ে টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করতে সভায় নির্দেশ দিয়েছেন।’
অধ্যাদেশের মাধ্যমে এ বিষয়ে আইন করা হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেড় ঘণ্টার ওই সভার সিদ্ধান্ত তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে, একটা স্পেশাল আইন করা, এ টাকাটা কীভাবে আনা যায় সেটা তরান্বিত করার জন্য এবং টাস্কফোর্স যে কাজ করছে সে কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা স্মুথলি করার জন্য একটা আইন খুব শিগগিরই হবে। আপনারা হয়তো আগামী সপ্তাহের মধ্যে এ আইনটা দেখবেন। এই আইনটা হচ্ছে ত্বরান্বিত করে কীভাবে টাকাটা আনা যায়। এতে আইনের একটা কভার লাগবে। প্রচুর ল ফার্মের সঙ্গে টাস্কফোর্স কথা বলছে। এ ফার্মগুলোর সঙ্গে ইমপ্লিমেন্ট করতে এ আইন সাহায্য করবে।’
শফিকুল আলম বলেন, ‘বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, অনেক ছেলে–মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা গেছে, ছেলের টিউশন ফি হিসেবে ৪০০–৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে। মানি লন্ডারিংটা কীভাবে হয়েছে দেখেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। উপদেষ্টাকে সহায়তা করতে তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, ব
১ ঘণ্টা আগেঅনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ৯ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’ খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত একটি
১ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।
২ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৮ জনের লাশ মর্গে এবং ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।
২ ঘণ্টা আগে