নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারিতে সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা যাঁরা ভোটার হবেন, তাঁদের তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয়, সেভাবে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, এটাই ভোটার তালিকা হবে। পরবর্তী সময়ে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। তারপর নির্বাচনের প্রয়োজন হলে হবে আর না হলে হবে না।’
কবে নাগাদ তফসিল হতে পারে, জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘আগামী সপ্তাহে আমরা এটি কমিশনে ওঠাব। কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে তফসিল হলে ফেব্রুয়ারিতে ভোট হবে।’
৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য। এ ক্ষেত্রে সংরক্ষিত আসনের বণ্টন কীভাবে হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে। কীভাবে হবে এ ব্যাপারে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব, দলগুলো কোটা অনুযায়ী কতটি পাবে, সে ব্যাপারে বলে দেওয়া হবে।’
রাজনৈতিক দলের কোটা স্পষ্ট কিন্তু স্বতন্ত্ররা যদি এক না হয়, তাহলে তার সমাধান কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা রাজনৈতিক দলকে চিঠি দেব, স্বতন্ত্রদের নয়। স্বতন্ত্রদেরটা কীভাবে হবে সেটি পরে দেখা যাবে। এই মুহূর্তে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।’
কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীরা জোট করেছে এমন কোনো তথ্য এখনো কমিশনকে জানানো হয়নি বলেও জানিয়েছেন ইসির এই অতিরিক্ত সচিব।
জোট করা ছাড়া স্বতন্ত্রদের আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, ‘এটা কঠিন হবে। সেটা তো তারা সিদ্ধান্ত জানাবে, তারপরে করা হবে। এটি পলিটিক্যাল বিষয়, এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই।’
তাহলে কি আপাতত স্বতন্ত্রদের ভাগের ১০টি সংরক্ষিত নারী আসন বাদ দিয়ে বাকি ৪০টির জন্য তফসিল ঘোষণা করবেন, এ বিষয়ে জানতে চাইলে ইসির এ অতিরিক্ত সচিব বলেন, সেটি পরে দেখা যাবে। তারা যদি কিছু না জানায়, তখন সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তারা না জানালে কী হবে, জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না। কমিশন সিদ্ধান্ত নেবে কীভাবে হবে।
যদি জোট না হয় এবং আপনারা তাদেরকে (স্বতন্ত্র) চিঠিও দিচ্ছেন না, সে ক্ষেত্রে তাদেরটা বাদ দিয়েই কি আপনারা নির্বাচনী প্রক্রিয়ায় যাবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে অগ্রিম কিছু বলতে পারছি না।’
আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারিতে সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা যাঁরা ভোটার হবেন, তাঁদের তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয়, সেভাবে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, এটাই ভোটার তালিকা হবে। পরবর্তী সময়ে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। তারপর নির্বাচনের প্রয়োজন হলে হবে আর না হলে হবে না।’
কবে নাগাদ তফসিল হতে পারে, জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘আগামী সপ্তাহে আমরা এটি কমিশনে ওঠাব। কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে তফসিল হলে ফেব্রুয়ারিতে ভোট হবে।’
৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য। এ ক্ষেত্রে সংরক্ষিত আসনের বণ্টন কীভাবে হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে। কীভাবে হবে এ ব্যাপারে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব, দলগুলো কোটা অনুযায়ী কতটি পাবে, সে ব্যাপারে বলে দেওয়া হবে।’
রাজনৈতিক দলের কোটা স্পষ্ট কিন্তু স্বতন্ত্ররা যদি এক না হয়, তাহলে তার সমাধান কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা রাজনৈতিক দলকে চিঠি দেব, স্বতন্ত্রদের নয়। স্বতন্ত্রদেরটা কীভাবে হবে সেটি পরে দেখা যাবে। এই মুহূর্তে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।’
কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীরা জোট করেছে এমন কোনো তথ্য এখনো কমিশনকে জানানো হয়নি বলেও জানিয়েছেন ইসির এই অতিরিক্ত সচিব।
জোট করা ছাড়া স্বতন্ত্রদের আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, ‘এটা কঠিন হবে। সেটা তো তারা সিদ্ধান্ত জানাবে, তারপরে করা হবে। এটি পলিটিক্যাল বিষয়, এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই।’
তাহলে কি আপাতত স্বতন্ত্রদের ভাগের ১০টি সংরক্ষিত নারী আসন বাদ দিয়ে বাকি ৪০টির জন্য তফসিল ঘোষণা করবেন, এ বিষয়ে জানতে চাইলে ইসির এ অতিরিক্ত সচিব বলেন, সেটি পরে দেখা যাবে। তারা যদি কিছু না জানায়, তখন সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তারা না জানালে কী হবে, জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না। কমিশন সিদ্ধান্ত নেবে কীভাবে হবে।
যদি জোট না হয় এবং আপনারা তাদেরকে (স্বতন্ত্র) চিঠিও দিচ্ছেন না, সে ক্ষেত্রে তাদেরটা বাদ দিয়েই কি আপনারা নির্বাচনী প্রক্রিয়ায় যাবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে অগ্রিম কিছু বলতে পারছি না।’
আওয়ামী লীগের পুনর্গঠন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দলটির প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য পৃথক এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগেজুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় সংসদ এলাকায় কোনো প্রকার ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে।
২ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৩ ঘণ্টা আগে