Ajker Patrika

ফেব্রুয়ারিতে হতে পারে সংরক্ষিত নারী আসনের ভোট: ইসির অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭: ৪৮
ফেব্রুয়ারিতে হতে পারে সংরক্ষিত নারী আসনের ভোট: ইসির অতিরিক্ত সচিব

আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারিতে সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা যাঁরা ভোটার হবেন, তাঁদের তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয়, সেভাবে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, এটাই ভোটার তালিকা হবে। পরবর্তী সময়ে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। তারপর নির্বাচনের প্রয়োজন হলে হবে আর না হলে হবে না।’

কবে নাগাদ তফসিল হতে পারে, জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘আগামী সপ্তাহে আমরা এটি কমিশনে ওঠাব। কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে তফসিল হলে ফেব্রুয়ারিতে ভোট হবে।’

৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য। এ ক্ষেত্রে সংরক্ষিত আসনের বণ্টন কীভাবে হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে। কীভাবে হবে এ ব্যাপারে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব, দলগুলো কোটা অনুযায়ী কতটি পাবে, সে ব্যাপারে বলে দেওয়া হবে।’

রাজনৈতিক দলের কোটা স্পষ্ট কিন্তু স্বতন্ত্ররা যদি এক না হয়, তাহলে তার সমাধান কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা রাজনৈতিক দলকে চিঠি দেব, স্বতন্ত্রদের নয়। স্বতন্ত্রদেরটা কীভাবে হবে সেটি পরে দেখা যাবে। এই মুহূর্তে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।’

কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীরা জোট করেছে এমন কোনো তথ্য এখনো কমিশনকে জানানো হয়নি বলেও জানিয়েছেন ইসির এই অতিরিক্ত সচিব।

জোট করা ছাড়া স্বতন্ত্রদের আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, ‘এটা কঠিন হবে। সেটা তো তারা সিদ্ধান্ত জানাবে, তারপরে করা হবে। এটি পলিটিক্যাল বিষয়, এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই।’

তাহলে কি আপাতত স্বতন্ত্রদের ভাগের ১০টি সংরক্ষিত নারী আসন বাদ দিয়ে বাকি ৪০টির জন্য তফসিল ঘোষণা করবেন, এ বিষয়ে জানতে চাইলে ইসির এ অতিরিক্ত সচিব বলেন, সেটি পরে দেখা যাবে। তারা যদি কিছু না জানায়, তখন সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তারা না জানালে কী হবে, জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না। কমিশন সিদ্ধান্ত নেবে কীভাবে হবে।

যদি জোট না হয় এবং আপনারা তাদেরকে (স্বতন্ত্র) চিঠিও দিচ্ছেন না, সে ক্ষেত্রে তাদেরটা বাদ দিয়েই কি আপনারা নির্বাচনী প্রক্রিয়ায় যাবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে অগ্রিম কিছু বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত