Ajker Patrika

মর্যাদাসূচক ব্যাজ পাবেন র‍্যাবের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২২, ২২: ৫৯
মর্যাদাসূচক ব্যাজ পাবেন র‍্যাবের সদস্যরা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি এলিট ফোর্স। যেখানে বিভিন্ন বাহিনী থেকে আগত সদস্যরা একটি নির্দিষ্ট সময় সেবা প্রদান করে নিজ বাহিনীতে ফেরত যান।

র‍্যাবের এ সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ‘ইনসিগনিয়া’ (মর্যাদাসূচক পরিচয় চিহ্ন বা ব্যাজ) প্রবর্তন করা হয়েছে। 

গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া ব্যাজটি, প্রতিটি সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে পরিধান করতে পারবেন। সব র‍্যাব সদস্যের জন্য এই ইনসিগনিয়াটি অনন্য সম্মান ও গৌরবের প্রতীক। 

র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সোমবার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র‍্যাবের ইনসিগনিয়া ব্যাজ পরিয়ে দেওয়ার মাধ্যমে এর উদ্বোধন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত