Ajker Patrika

দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২৩, ২০: ৫৯
দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সংক্রমণে ৭ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গুতে নতুন করে ১০৫৪ জন আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেওয়া হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে। 

সংবাদ বুলেটিনে বলা হয়, এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৭ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন এবং ঢাকার বাইরে ৪২৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৩ । এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ৩০৬ জন। ঢাকার বাইরের অন্যান্য বিভাগে ৯৯৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত