Ajker Patrika

বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৭: ৩৫
বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

সম্প্রচার সেবার বকেয়া পরিশোধ না করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য প্রেরিত নোটিশসমূহের শর্ত বারবার ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল বকেয়া পরিশোধ সাপেক্ষে গ্রিন টিভিকে পুনরায় সম্প্রচার সেবা দেওয়া হবে।

অন্যথায় বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বিএসসিএল।

এর আগেও ৪ বার গ্রিন টিভিকে প্রদত্ত সেবা বন্ধ করেছিল বিএসসিএল। তবে বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় সেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়। 

বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার সেবার পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণেরও চুক্তি আছে। তবে টিআরপি সেবা গ্রহণের চুক্তি অনুযায়ী বিল পরিশোধ না করায় গত মে মাস থেকে তাদের টিআরপি সেবা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই চুক্তি বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএসসিএল।

বিএসসিএল আরও কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ের কাজ করছে। প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি না হলে বিএসসিএলের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত