Ajker Patrika

ড. ইউনূসকে সমর্থন ১৯৮ বিশ্বনেতার

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০৭
ড. ইউনূসকে সমর্থন ১৯৮ বিশ্বনেতার

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ৯২ নোবেলজয়ীসহ ১৯৮ বিশ্বনেতা। একই সঙ্গে সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ড. ইউনূসসহ অনেকে নির্যাতিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

গত মঙ্গলবার এক বিবৃতিতে এই শুভকামনা ও সমর্থন ব্যক্ত করা হয়েছে। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। যাঁরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ ও শিরিন এবাদি; নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের রিচার্ড ব্র্যানসন, মার্কিন রাজনীতিক টেড কেনেডি জুনিয়র রয়েছেন। 

বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, ‘আমরা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। ইউনূসের মতো অনেকে গত সরকারের কর্তৃত্ববাদের কারণে নির্যাতিত হয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ ও গণতান্ত্রিক শক্তিকে আমরা ধন্যবাদ জানাই।’ 

এর কারণে কর্তৃত্ববাদের অবসান হয়েছে এবং নতুন আশার সঞ্চার হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ড. ইউনূস বলেছেন বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। আমরা গর্বিত, কয়েক বছর ধরে আমরা ড. ইউনূসের পাশে থাকতে পেরেছি। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোতে তাঁর এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত