Ajker Patrika

সুদান থেকে আরও প্রায় দেড় শ বাংলাদেশি ফেরার অপেক্ষায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৩, ২২: ১৪
সুদান থেকে আরও প্রায় দেড় শ বাংলাদেশি ফেরার অপেক্ষায়

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের আরও প্রায় দেড় শ নাগরিক দেশে ফেরার অপেক্ষায় আছেন। দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ কথা জানান।

সুদান থেকে এখন পর্যন্ত ৭২২ জন বাংলাদেশে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশিদের নিয়ে শেষ ফ্লাইটটি গত রোববার ছেড়ে যাওয়ার পর প্রতিদিনই নতুন করে ১৫ থেকে ২০ জন দেশে ফেরার জন্য নিবন্ধন করছেন।' 

এভাবে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৪৭ জন দেশে ফিরতে বন্দরনগরী পোর্ট সুদানের ক্যাম্পে অবস্থান করছেন বলেও রাষ্ট্রদূত জানান। 

এর আগে পোর্ট সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে সরকার। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তা জানান, পোর্ট সুদান থেকে জেদ্দায় অবতরণের জন্য আগে যাদের তালিকা দেওয়া হয়েছিল সৌদি সরকার একই দিনে তাদের অন-অ্যারাইভাল ভিসার অনুমতি দিয়েছে। কিন্তু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দিতে এখন একটু বেশি সময় নিচ্ছে। 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গৃহযুদ্ধ শুরুর আগে সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি ছিলেন। ৭২২ জন ফেরার পর বর্তমানে সেখানে প্রায় ৮০০ নাগরিক আছেন বলে কর্মকর্তাদের ধারণা। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, সুদান থেকে যারা ফিরতে চাইবেন, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত