নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্গাপূজার নিরাপত্তায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেছেন, মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা থেকে মনিটরিং করা হবে। সার্বক্ষণিক জরুরি সেবা প্রদানের জন্য বিশেষ টিম কাজ করবে। পুলিশ-র্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার টিম কাজ করবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, সারা দেশে যতগুলো মণ্ডপ আছে সবগুলোতে একাধিক আইপি ক্যামেরা থাকবে।
বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাঁদের সঙ্গে কথা হবে, তাঁদের কনসার্ন শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে।
তিনি বলেন, সাড়ে চার কোটি ডিম আমদানির জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। ১০ সদস্যের বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হবে জেলা পর্যায়ে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তালিকা নিয়েছে জানিয়ে উপ প্রেসসচিব বলেন, যারা আহত-নিহত হয়েছে তাঁদের তথ্য নেওয়া হয়েছে। দুই দিনের মধ্যেই তাঁরা কাজ শুরু করবে। ২৪ ঘণ্টার জন্য এই হটলাইন নম্বর চালু থাকবে। হটলাইন নম্বর ১৬০০০। যে কোনো ধরনের সহায়তা ও তথ্য সেবা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট আছে জানিয়ে তিনি বলেন, জেএসএসএফবিডি ডট কম। এটা হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট। এখানে সকল ধরনের তথ্য পাওয়া যাবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। আমরা এ বিষয়ে অবগত নই। অবগত হলে জানাব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
দুর্গাপূজার নিরাপত্তায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেছেন, মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা থেকে মনিটরিং করা হবে। সার্বক্ষণিক জরুরি সেবা প্রদানের জন্য বিশেষ টিম কাজ করবে। পুলিশ-র্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার টিম কাজ করবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, সারা দেশে যতগুলো মণ্ডপ আছে সবগুলোতে একাধিক আইপি ক্যামেরা থাকবে।
বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাঁদের সঙ্গে কথা হবে, তাঁদের কনসার্ন শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে।
তিনি বলেন, সাড়ে চার কোটি ডিম আমদানির জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। ১০ সদস্যের বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হবে জেলা পর্যায়ে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তালিকা নিয়েছে জানিয়ে উপ প্রেসসচিব বলেন, যারা আহত-নিহত হয়েছে তাঁদের তথ্য নেওয়া হয়েছে। দুই দিনের মধ্যেই তাঁরা কাজ শুরু করবে। ২৪ ঘণ্টার জন্য এই হটলাইন নম্বর চালু থাকবে। হটলাইন নম্বর ১৬০০০। যে কোনো ধরনের সহায়তা ও তথ্য সেবা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট আছে জানিয়ে তিনি বলেন, জেএসএসএফবিডি ডট কম। এটা হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট। এখানে সকল ধরনের তথ্য পাওয়া যাবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। আমরা এ বিষয়ে অবগত নই। অবগত হলে জানাব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালীন একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়ে
৩৪ মিনিট আগেবাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, চলমান সংকট সমাধানে তাঁর বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হবে। অমর্ত্য সেন, বাংলাদেশ, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ, সংখ্যালঘু, সাম্প্রদায়িক
১ ঘণ্টা আগেএসির তাপমাত্রা ২৫ ডিগ্রীর নিচে না নামানোর জন্য অনুরোধ করছি। না হলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হবে, তাতে লোডশেডিংয়ের কবলে পড়তে হতে পারে। মসজিদ ছাড়াও বাসা-বাড়ি, দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে যাতে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় ফ্যান লাইট না চলে, সেদিকে খেয়াল রাখতে হবে...
১ ঘণ্টা আগেতরুণ ছেলে-মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই আমাদের সংগ্রাম করতে হবে মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে