Ajker Patrika

বেতনের ১ কোটি টাকা দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২২: ১৬
বেতনের ১ কোটি টাকা দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন হিসেবে কমপক্ষে এক কোটি টাকা দেবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের কাছ থেকে একদিনের বেতনের সমপরিমাণ হিসেবে নেওয়া হবে।

আজ শনিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

সংগঠনটি জানায়, ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। সারা দেশের বন্যাকবলিত ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী এবং এখন পর্যন্ত প্রায় ১৩ জন মারা গেছেন। এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বাজেটের ত্রাণ ও কল্যাণ খাত থেকে ন্যূনতম এক কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে। 

এই অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...