Ajker Patrika

সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শপথ বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ২১
Thumbnail image

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

সংসদ সচিবালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন এমপিকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মঙ্গলবার গেজেট প্রকাশ করা হয়েছে। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথমে আওয়ামী লীগের দলীয় ৪৮ জনের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর জাতীয় পার্টির দুজন শপথ নেবেন। শপথ নেওয়া এমপিরা বুধবারই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। তাঁদের জন্য আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত