Ajker Patrika

মহাসড়ক নয়, সড়কে চলতে পারবে ইজিবাইক: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহাসড়ক নয়, সড়কে চলতে পারবে ইজিবাইক: আপিল বিভাগ

ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে হাইকোর্টের আদেশ সংশোধন করে দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, কেবল মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে অন্যান্য সড়কে চলতে পারবে। এ ছাড়া হাইকোর্টকে এই সংক্রান্ত রুলও নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

এর আগে বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলামের এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। 

১৫ ডিসেম্বর আদেশের পর রিটকারীর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেছিলেন, ‘ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত