নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী সপ্তাহের শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ ব্যাপারে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী রোববার অথবা সোমবারই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন।’ সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে প্রথম আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, এখনো তাঁরা কোনো আনুষ্ঠানিক চিঠি কিংবা আমন্ত্রণপত্র পাননি। পাওয়ার পর দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন।
গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদের এক বিবৃতিতে বলেছিলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও দেশে নির্বাচন কমিশন গঠনে একটি আইন নেই, এটা দুঃখজনক। দলীয় দৃষ্টি থেকে কমিশনার নিয়োগ হলে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়।’
একই সুরে ১৬ সেপ্টেম্বর সংসদে কথা বলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংবিধানের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন নিয়োগের জন্য যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুসরণ করে একটা পরিপূর্ণ আইন করতে পারি কি-না। আমি সরকারের কাছে প্রস্তাব করব সংসদনেতা যদি আপনার আইনমন্ত্রী না আনতে চান, আমাকে নির্দেশ দেন। আমি একটা বেসরকারি বিল রেডি করছি।’
সবশেষ ২৮ নভেম্বরও সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য জাতীয় সংসদে আলোচনা হয়। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে শিগগিরই আইন আনা হচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় সংসদের আগামী দুটি অধিবেশনের মধ্যেই এটাকে বিল আকারে আনা হবে। তবে, এবারের কমিশন এই আইনের অধীনে হবে না।’
সংলাপ প্রসঙ্গে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি দলের সঙ্গেই আলোচনা হবে। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ জন্য এক দিনে একাধিক দলের সঙ্গে বৈঠক হতে পারে। বঙ্গভবন এটি নিয়ে কাজ করছে। মাঝামাঝি পর্যায়ে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেন।
বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। তাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী সপ্তাহের শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ ব্যাপারে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী রোববার অথবা সোমবারই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন।’ সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে প্রথম আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, এখনো তাঁরা কোনো আনুষ্ঠানিক চিঠি কিংবা আমন্ত্রণপত্র পাননি। পাওয়ার পর দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন।
গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদের এক বিবৃতিতে বলেছিলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও দেশে নির্বাচন কমিশন গঠনে একটি আইন নেই, এটা দুঃখজনক। দলীয় দৃষ্টি থেকে কমিশনার নিয়োগ হলে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়।’
একই সুরে ১৬ সেপ্টেম্বর সংসদে কথা বলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংবিধানের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন নিয়োগের জন্য যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুসরণ করে একটা পরিপূর্ণ আইন করতে পারি কি-না। আমি সরকারের কাছে প্রস্তাব করব সংসদনেতা যদি আপনার আইনমন্ত্রী না আনতে চান, আমাকে নির্দেশ দেন। আমি একটা বেসরকারি বিল রেডি করছি।’
সবশেষ ২৮ নভেম্বরও সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য জাতীয় সংসদে আলোচনা হয়। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে শিগগিরই আইন আনা হচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় সংসদের আগামী দুটি অধিবেশনের মধ্যেই এটাকে বিল আকারে আনা হবে। তবে, এবারের কমিশন এই আইনের অধীনে হবে না।’
সংলাপ প্রসঙ্গে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি দলের সঙ্গেই আলোচনা হবে। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ জন্য এক দিনে একাধিক দলের সঙ্গে বৈঠক হতে পারে। বঙ্গভবন এটি নিয়ে কাজ করছে। মাঝামাঝি পর্যায়ে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেন।
বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। তাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রতিক্রিয়াটি তুলে ধরা
১ ঘণ্টা আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৬ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেঅগাস্টে দেশে ফেরার পর মুহাম্মদ ইউনূসের সামনে ছিল এক ভয়াবহ বাস্তবতা। ঢাকার রাস্তায় তখনও রক্তের দাগ শুকায়নি। মর্গে স্তূপ হয়ে থাকা শত শত লাশের গায়ে পুলিশের গুলির চিহ্ন। ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্রদের নেতৃত্বে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। জনগণের প্রতিশোধের ভয়ে দেশ ছেড়ে পালান তিনি।
১ ঘণ্টা আগেনেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, স্ত্রী ইসমত আরা মিনু, দুই কন্যা সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমি ইশমা এবং ছেলে ইবনাম ইফতিকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে