নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) আজ বুধবার অনুষ্ঠিত হলো ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ। চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
প্রধান অতিথি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন অফিসারদের প্যারেড অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বলেন, ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক, পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে।
তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৮৮তম বিএমএ কোর্সের মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং ২৩ জন নারী অফিসার রয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনের চারজন ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ নিজ দেশে সেনাবাহিনীতে যোগ দেবেন।
এ কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির ‘সোর্ড অব অনার’ লাভ করেন। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র অফিসার মো. আব্দুল ওয়াদুদ মাসুম অর্জন করেন ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক।’ বিদেশি ক্যাডেটদের মধ্যে ফিলিস্তিনের অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইস ‘বিএমএ ট্রফি অব এক্সেলেন্স’ লাভ করেন।
অনুষ্ঠানের শেষাংশে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসাররা জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ, পিতা-মাতা ও অভিভাবকেরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
প্রধান অতিথির আগমনের সময় তাঁকে স্বাগত জানান বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি। অনুষ্ঠানে দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নবীন অফিসারদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) আজ বুধবার অনুষ্ঠিত হলো ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ। চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
প্রধান অতিথি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন অফিসারদের প্যারেড অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বলেন, ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক, পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে।
তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৮৮তম বিএমএ কোর্সের মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং ২৩ জন নারী অফিসার রয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনের চারজন ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ নিজ দেশে সেনাবাহিনীতে যোগ দেবেন।
এ কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির ‘সোর্ড অব অনার’ লাভ করেন। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র অফিসার মো. আব্দুল ওয়াদুদ মাসুম অর্জন করেন ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক।’ বিদেশি ক্যাডেটদের মধ্যে ফিলিস্তিনের অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইস ‘বিএমএ ট্রফি অব এক্সেলেন্স’ লাভ করেন।
অনুষ্ঠানের শেষাংশে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসাররা জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ, পিতা-মাতা ও অভিভাবকেরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
প্রধান অতিথির আগমনের সময় তাঁকে স্বাগত জানান বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি। অনুষ্ঠানে দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নবীন অফিসারদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
চিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
৪ ঘণ্টা আগেনেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
৭ ঘণ্টা আগেনেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে